সাংস্কৃতিক সংগঠক যাকিউল হক জাকি অসুস্থ
এসএসকের সেক্রেটারী, সাংস্কৃতিক সংগঠক যাকিউল হক জাকি অসুস্থ। আজ রাজধানীর একটি হাসপাতালে তার সাথে দেখা করেন বিসিএ এর চেয়ারম্যান এমডি ও এসএসকের সভাপতি কবি মোশাররফ হোসেন খান প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় তার শারিরীক অবস্থার খোজখবর নেন, চিকিৎসকদের সাথে কথা বলেন এবং রোগমুক্তির জন্য মোনাজাত করেন। এ সময় মিসেস যাকিও উপস্থিত ছিলেন।
No comments